
জাপানে টকিওতে প্রথমবারের মত নারী গভর্ণর নির্বাচিত হলেন সাবেক পরিবেশমন্ত্রী ইয়োরিকো কোইকে।
রবিবারের নির্বাচনে প্রায় ত্রিশ লাখ ভোট পেয়ে জয়ী হন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেত্রী কোইকে। তার নিকটতম প্রতিদ্বন্দি হিরোয়া মাসুদা পেয়েছেন ১৭ লাখ ভোট। ২০২০ অলেম্পিকের আয়োজনে দূর্ণীতির অভিযোগে পদত্যগ করেছেন আগের গভর্ণর। আর তাই সুন্দর একটি অলেম্পিক আয়োজনই এখন ৬৪ বছর বয়সী কোইকে’র জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচিত হওয়ার পর রাজধানীর রাজনীতি এবং উন্নয়ন নীতিতে বিশেষ পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি।