ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

জাপানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ০৯:১৭, ১৯ জুন ২০১৯

জাপানে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দেশটির উত্তর উপকূলে ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সর্তকতা জারি করে দেশটির আবহাওয়া অফিস। 

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই সমুদ্র উপকূলে স্বাভাবিকের চেয়ে কয়েক সেন্টিমিটার উপরে পানির ঢেউ আছড়ে পড়ে। ফলে সুনামির আশঙ্কায় দেশটির ইয়ামগাতা, নিগাতা ও ইশিকাওয়া নামক অঞ্চলগুলোতে জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

এদিকে, শক্তিশালী ভূমিকম্পের আঘাতে হতাহতের খবর পাওয়া না গেলেও, বেশকিছু ঘরবাড়ি ভেঙে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে দেশটির প্রশাসন।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দেশটির হোনসু দ্বীপ থেকে প্রায় ৫০ মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ক্ষয়ক্ষতি এড়াতে ওইসব অঞ্চলসহ উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনএইচকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন সুনামি দেখতে সমুদ্র উপকূলের কাছাকাছি না যায়।

আই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি