ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

জাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কাপ ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে জনি লাংবাং নামে এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। তাকে সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ বাঁধে। বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিকিৎসক ডা. শামছুল আলম লিটন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, মারধরের বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি