ঢাকা, সোমবার   ১১ আগস্ট ২০২৫

জাবিতে ছাত্রদলের হল সভাপতি হলেন ছাত্রলীগ নেত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ১০ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭টি আবাসিক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। রোকেয়া হলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী কাজী মৌসুমী আফরোজ। যিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

গত শুক্রবার (৮ আগস্ট) শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদিত হয়।

সূত্রে জানা যায়, মৌসুমী আগে আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের সক্রিয় নেত্রী ছিলেন এবং তখনকার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেলের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। রোকেয়া হল ছাত্রলীগের পদপ্রত্যাশী হিসেবে তিনি ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করতেন। সেই সময়ে আকতারুজ্জামান সোহেল ও হাবিবুর রহমান লিটনের সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

বর্তমানে তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে এসে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এর ধারাবাহিকতায় তাকে রোকেয়া হল ছাত্রদলের সভাপতি পদে মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, তিনি কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না, কারো সাথে তার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে সেটা আলাদা বিষয়। তবে সেটা রাজনৈতিক নয়। তার পরিবার বিএনপি করে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি