ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শুরু হচ্ছে। প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৬১ ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এবার প্রায় ২ হাজার আসনের বিপরীতে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ ভর্তিচ্ছু আবেদন করেছেন।

আজ রোববার ভর্তি পরীক্ষার প্রথম দিনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারীদের পরীক্ষা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন আরও অনুষ্ঠিত হবে আইআইটিভুক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিদিন সকাল ৯টায় প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হবে।

২ অক্টোবর জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারী এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় ও বিস্তারিত তথ্যের জন্য : https://ju-admission.org।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি