ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

জাবিতে সিনেট নির্বাচন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেটে আজ শনিবার অনুষ্ঠিত হতে  যা্চ্ছে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন। দীর্ঘ ১৯ বছর পর এ নির্বাচন হচ্ছে। প্রায় দুই দশক পর অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

দুটি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ জন প্রার্থী। এর মধ্যে থেকে নির্বাচিত করা হবে ২৫ জনকে। নির্বাচিত করবেন চার হাজার ৩৭৫ জন ভোটার।

স্বতন্ত্র ছাড়াও তিনটি প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছেন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা। আওয়ামীপন্থীরা দুটি ভাগে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি