ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

জামালপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ৩ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

জামালপুর সদর উপজেলায় মুঠোফোন চোর সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩ আগস্ট) সকালে সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। বেলা একটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ওই যুবকসহ তিনজন সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকার কয়েকটি বাড়িতে মুঠোফোন চুরি করতে ঢোকেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পান। পরে তাঁদের তিনজনকে ধাওয়া করেন স্থানীয় লোকজন। দুজন পালিয়ে গেলেও ওই যুবক স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। পরে তাঁকে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

জামালপুর সদর উপজেলার বারুয়ামারী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শাহাজাদা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, চোর সন্দেহে একজনকে ধরা হয়। পরে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। তাঁর হাঁটুর নিচে এবং হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। তাঁরা পালিয়ে গেছেন। এখনো নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি