ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

জুনের মধ্যেই আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করা হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৮:৪৫, ৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

জুনের মধ্যেই আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহম্মদ আবদুল্লাহ।
দুপুরে নিজ কার্যালয়ে তিনি একথা বলেন। এর আগে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক প্রধান নির্বাচন কমিশনার খান মো: নুরুল হুদার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় হাই কমিশনার বলেন অংশগ্রহনমুলক নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। পরে নির্বাচন কমিশনের সচিব বলেন, সব দলের অংশগ্রহনে নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখাই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। সচিব আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে বিট্রিশ হাইকমিশনার জানিয়েছেন ১৯৯৬ সালের ১৫ ফেব্রয়ারী ও ২০১৫ সালের ৫ জানুয়ারীর নির্বাচন অংশগ্রহনমূলক ছিলো না।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি