ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি যুবলীগের শরীফুল গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ৩ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

সাভারের আশুলিয়ায় পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত‍্যা মামলার আসামি যুবলীগ কর্মী শরীফুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত শরীফুলকে রোববার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গেল রাত দশটার দিকে বাইপাইল এলাকার ত্রি-মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শরীফুল (৪০) আশুলিয়ার জামগড়া এলাকার হাজী মো. ওয়াহেদ মোল্লার ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে বাইপাইলের ত্রি মোড় পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃতকে রোববার আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি