ঢাকা, রবিবার   ১৬ নভেম্বর ২০২৫

জুলাই শহীদদের শনাক্তে ঢাকায় আসছে বিদেশি ফরেনসিক টিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ১৬ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে বাংলাদেশে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল।

আগামী ৫ ডিসেম্বর তারা ঢাকায় পৌঁছাবে এবং ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গণকবরে শায়িত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

উপদেষ্টা জানান, রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে শহীদদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া পরিচালিত হবে। পুরো কার্যক্রমের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সিআইডি কাজ করবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, “অভ্যুত্থানে শহীদ হওয়া সবাইকে শনাক্ত করা সম্ভব হবে। শনাক্ত নিশ্চিত হলে শহীদদের তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হবে।” 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি