ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

জুলাইতে কমতে পারে তেলের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ২৮ জুন ২০১৮ | আপডেট: ২৩:৫০, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

খনিজ তেল উত্তোলনে সর্বকালীন রেকর্ড গড়তে চলেছে সৌদি সরকার। জুলাই মাসের প্রতিদিন এক কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিশ্বকাপের আসরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকে তেল উত্তোলন-সংক্রান্ত বৈঠক হয়৷ অবশ্য তার আগে তেলের দাম কমানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল উত্তোলন বাড়ানোর আহ্বান জানান৷

জানা যায়, সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকো আগামী জুলাই মাস থেকে বাড়তি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে। এত পরিমাণ বাড়তি খনিজ তেল উত্তোলন সর্বকালীন রেকর্ড।

২০১৬ সালের জুলাই মাসে আরামকো কোম্পানি প্রতিদিন সর্বোচ্চ এক কোটি ৭২ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর- বাড়তি তেল উত্তোলন ও রফতানির জন্য সৌদি সরকারের ওপর চাপ তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বর মাসে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই বিশ্ববাজারে তেলের দাম কম দেখতে চান ট্রাম্প৷

অবশ্য মার্কিন প্রেসিডেন্টের এ যুক্তিতে সায় দিয়েছেন সৌদির বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সূত্র- সিএনবিসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি