ঢাকা, সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫

জেঁকে বসেছে কনকনে শীত, খরখুটো জ্বালিয়ে নিবারণ

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:১১, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৩, ২৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীসহ দেশজুড়ে জেঁকে বসেছে কনকনে শীত। ভোর ও রাতের দিকে তাপমাত্রা বেশি নেমে যাওয়ায় অনেক এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা। দেশের অনেক অঞ্চলে দেখাও মেলেনি সূর্যের। আরও তিন-চার দিন দেশে এমন অবস্থা বিরাজ করতে পারে বলছে আবহাওয়া অফিস। 

ঘন কুয়াশায় অনেক স্থানে যান ও ফেরী চলাচলেও বিঘ্ন ঘটছে। বেড়েছে শীতজনিত রোগবালাই।

ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। ঠাকুরগাঁওয়ে চলছে মৃদু শৈত প্রবাহ। গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশায় পথ-ঘাট ভিজছে আর হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় চরমে উঠেছে জনদূর্ভোগ। খেটে খাওয়া মানুষরা পড়েছে দুর্ভোগে। খর খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে।

লালমনিরহাটে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষ বেশি কষ্টে পড়ছেন। কুয়াশার কারণে দিনের বেলাতেও রাস্তায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। 

পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। আজ অন্যান্য দিনের তুলনায় কুয়াশা পরিমাণ কম থাকলেও   হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরও কঠিন করে তুলেছে। সূর্যের দেখা না মেলায় দুর্ভোগে পড়েছে জেলার কয়েক হাজার ছিন্নমূল, দুঃস্থ ও নিম্নআয়ের লোকজন। 

সিরাজগঞ্জে ঘন কুয়াশার পাশাপাশি প্রচণ্ড শীতে মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। কয়েক দিন ধরে চলা টানা শৈত প্রবাহে ঘন কুয়াশাআচ্ছন্ন থাকছে। দেখা মিলছেনা সুর্যের। রাস্তা ঘাটেও তেমন মানুষ সকালে বের হচ্ছেননা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা রয়েছে ঝুঁকিতে।

হিমেল হাওয়া আর প্রচণ্ড শীতে চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশী বিপাকে পড়েছে। আবহাওয়া জানিয়েছে, জেলায় তাপমাত্রা ক্রমাগত কমার পাশাপাশি বাড়বে শীত। 

যশোরে তাপমাত্রার পারদ বাড়লেও শীত কমেনি। কুয়াশাচ্ছন্ন চারদিক। একই সাথে বয়ছে ঠাণ্ডা বাতাস।

সুনামগঞ্জে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডা হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো ঠাণ্ডায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভীড় জমাচ্ছেন শিশু ও বয়স্করা। বিশেষ করে ১ থেকে ১৪ বছরের শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে। এদিকে শিশুদের ঠান্ডার প্রকোপ থেকে সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ৯টা ৫০ মিনিটে এ নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। রাত ২টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি