ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জেএমবি রাজীব গান্ধীকে গ্রেপ্তার করা গেলে জঙ্গি কর্মকান্ডের অনেক কিছুই বেরিয়ে আসবে

প্রকাশিত : ০৯:৪৭, ২১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৭, ২১ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নব্য জেএমবি’র অন্যতম সামরিক কমান্ডার রাজীব গান্ধীকে গ্রেপ্তার করা গেলে সাম্প্রতিক জঙ্গি কর্মকান্ডের নেপথ্যের অনেক কিছুই বেরিয়ে আসবে বলে মনে করছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সংগঠনে একাধিক নামে পরিচিত এই রাজীবের আসল পরিচয় এখনও মেলেনি। তবে উত্তরাঞ্চলের বাসিন্দা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গুলশান ও শোলকিয়ায় হামলায় অংশ নেয়া ৩ জঙ্গি তার নির্দেশেই উত্তরাঞ্চল থেকে ঢাকা ও কিশোরগঞ্জে যায় বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। পহেলা জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় অংশ নেয় বগুড়ার খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল। পরে ২ জুলাই কমান্ডো অভিযানে অন্য ৩ জঙ্গির সাথে পায়েল ও উজ্জ্বল নিহত হয়। আর ৭ জুলাই শোলাকিয়া হামলায় অংশ নেয় দিনাজপুরের শফিউল ইসলাম। ঘটনার সময় আটক হওয়া শফিউল ৫ আগস্ট এক অভিযানের সময় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। তবে পায়েল , উজ্জল ও শফিউলের ঢাকা এবং কিশোরগঞ্জের অভিযানে অংশ নেয়ার নেপথ্যে কাজ করে নব্য জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার রাজীব গান্ধী। তাকে গ্রেপ্তার করা গেলে জঙ্গি কর্মকান্ডের অনেক তথ্যই বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। আর রাজীব ছাড়াও আর ক’জন গুরুত্বপূর্ণ জঙ্গির খোঁজ চলছে বলে জানান, কাউন্টার টেররিজম ইউনিটের এই কর্মকর্তা। একের পর এক অভিযানে শীর্ষ জঙ্গিদের নিহত হওয়ার ঘটনা নব্য জেএমবির সাংগঠনিক ভিত্তি দুর্বল করে দিয়েছে বলে মনে করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি