ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৩৩ নম্বর পেলেই পাস

প্রকাশিত : ১৬:২৩, ৩০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:২৩, ৩০ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

জেএসসি ও জেডিসি পরীক্ষায়, বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নে দু’টি আলাদা বিভাগ থাকলেও, সমন্বিতভাবে ৩৩ নম্বর পেলেই পাস বলে গণ্য হবে। সচিবালয়ে, সংবাদ সম্মেলনে, এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসএসসি ’র মত দুটি আলাদা অংশে পাসের কোন প্রয়োজন হবে না বলেও জানান তিনি। এবারে, পরীক্ষাকেন্দ্র গুলো ডিজিটাইজেশন করা হয়েছে; তাই মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হবে। পহেলা নভেম্বর এ শুরু হওয়া পরীক্ষা দুটি ১৭ই নভেম্বর, শেষ হলেও ৩০ শে ডিসেম্বরের মধ্যেই এর ফলাফল প্রকাশ করা হবে বলেও আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি