ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

জেএসসি-জেডিসি’র রোববারের পরীক্ষা পিছিয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৩১, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অনিবার্য কারণে পিছিয়েছে রোববারের জেএসসি-জেডিসি পরীক্ষা। রোববার যে পরীক্ষাগুলো ছিল, তা নেওয়া হবে আগামী শুক্রবার।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গত  বৃহস্পতিবার, ০১ নভেম্বর শুরু হয়। এটি চলার কথা রয়েছে ১৫ নভেম্বর পর্যন্ত। এবারের পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশে নেবে। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি