ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির প্রতিবাদে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ১৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:০১, ১৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদ বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সোমবার বিকালে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ডাকে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম জিলানী শুভসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে জি এম জিলানী শুভ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদ রাষ্ট্রগুলো ধর্মীয়, রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা তার মধ্যে অন্যতম একটি নীল নকশা।’

ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করার মাধ্যমে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়। এরপর ফিলিস্তিনের পক্ষে একটি মিছিল বের করা হয়।

 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি