ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ

প্রকাশিত : ১৮:৪৮, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৮, ৪ ডিসেম্বর ২০১৬

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একজন ও সাধারণ কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আগামী ২৮ ডিসেম্বর দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হলো সোমবার। এ’ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মনোনয়নপত্র খতিয়ে দেখেন। জেলাগুলোতে নির্বাচন কমিশনের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে যাচাই-বাছাইয়ের পর চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদে বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর ত্র“টির কারণে বাতিল হয় অনেকের মনোনয়নপত্র। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। এরপরই প্রতীক বরাদ্দ দেয়া হবে। বেশ কয়েকটি জেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হওয়ায়, তারা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাসদের প্রার্থী মোসলেউদ্দিন আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ অবস্থায় আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মেয়র পদে প্রতিদ্বন্দ্বী থাকছেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে মঙ্গলবার। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি