ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

জোয়ারের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৬, ২৬ মে ২০২৪

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে এক যুবকের মৃত্যু হয়েছে। শরিফুল ইসলাম নামে ওই যুবক বেড়িবাঁধের বাইরে থেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে জোয়ারের পানিতে ভেসে গিয়ে প্রথমে নিখোঁজ হয়। এর ১ ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকার অবস্থান করছে। এটি আজ বিকেল ৩টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এটি রোববার সন্ধ্যা নাগাদ কুয়াকাটা উপকূল অতিক্রম করতে পারে। ইতোমধ্যে পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল মধ্যরাত থেকে কুয়াকাটা এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি এবং কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকায় প্রবল বেগে ঝড়ো হওয়া বইছে। কুয়াকাটা বঙ্গোপসাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সৈকতের তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। 

এদিকে আজ দুপুরের জোয়ারে কুয়াকাটা উপকূলীয় নিম্নাঞ্চল ৪/৫ পানিতে প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ার শঙ্কায় রয়েছেন কলাপাড়া উপজেলার নিজামপুর ও রামনাবাদ নদীর পাড়ের মানুষ। তবে বেড়িবাঁধের বাইরে বসবাসকারী মানুষদের আশ্রয় কেন্দ্রে নিতে কাজ করছে প্রশাসন। 

তবে বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে রাজি না হওয়ায় প্রশাসন হিমশিম খাচ্ছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় তাদের সব ধরনের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি