জয়পুরহাটে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী শাফিন নিহত
প্রকাশিত : ১২:২২, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:৪২, ২৬ অক্টোবর ২০১৬
জয়পুরহাটে দাদরাজন্তি এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে কথিত শীর্ষ সন্ত্রাসী শাফিন নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব জানায়, দাদরাজন্তি এলাকার একটি পেট্রোলপাম্পের কাছে কিছু সন্ত্রাসী অস্ত্র নিয়ে মহরা দিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ভোরে র্যাবের টহল দল সেখানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয় শাফিন। পরে তাকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাফিনের বিরুদ্ধে ৬টি হত্যাসহ ১০টি মামলা রয়েছে। একটি হত্যা মামলায় তার ফাঁসির রায় হয়েছে বলেও জানায় র্যাব।
আরও পড়ুন