ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে পিকেএসএফ’র বৃত্তি প্রদান

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জয়পুরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের প্রফেসর পাড়াস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা এসো’র নিজস্ব কার্যালয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় বৃত্তি প্রদান করা হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়র পারভেজ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও জাকস এর নির্বাহী পরিচালক নুরল আমিন দুদু, এসো এর নির্বাহী পরিচালক মতিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ২৫ জন কলেজ শিক্ষার্থীকে এককালীন ১২ হাজার টাকা করে বছরে দুইবার এবং ৩ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মাসিক ৩ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি