ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ঝালকাঠি পৌরসভায় বঙ্গবন্ধু ম্যুরালের নির্মাণ কাজের উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৭:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি পৌরসভা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

এসময় জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,  সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,বনিক সমিতির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক উপস্থিত ছিলেন। প্রায় ৮ লাখ টাকা ব্যায়ে পৌরসভা ম্যুরাল নির্মাণ কাজ বাস্তবায়ন করবে।
  
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু পৌরসভা ভবনের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু কর্নারের উদ্ভোধন করেন। বঙ্গবন্ধু কর্নারে তাঁর জীবনের নানা স্মৃতি সম্বলিত ছবি, বই ও আত্মজীবনী স্থান পেয়েছে। 
কেআই/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি