
ঝিনাইদহ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন।
পুলিশ জানায়, দুপুরে ঝিনাইদহের নারিকেলবাড়িয়া থেকে কাঠবোঝাই একটি ট্রাক হাটগোপালপুরের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি তিওরদাহ এলাকায় একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহত হয় আরো ৩ জন। এদিকে দুপুরে গাজীপুরের তেলিপাড়া এলাকায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ১৪ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সেলিমুজ্জামান নামে এক পোশাক কারখানার এক কর্মকর্তার মৃত্যু হয়।