ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ঝিনাইদহে শীতকালীন সবজিতে ভরে গেছে বাজার(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ২০ নভেম্বর ২০১৮

শীতকালীন সবজিতে ভরে গেছে ঝিনাইদহের বাজার। বাম্পার ফলন হওয়ায় শীতের শুরুতেই সবজি সংগ্রহ ও বাজারজাতকরণে ব্যস্ত চাষীরা। তবে ভালো দাম না পাওয়ায় হতাশ তারা। এদিকে আশপাশের বিভিন্ন অঞ্চলে কৃষক নিজেই যেন সবজি সরবরাহ করতে পারে, সে ব্যাপারে সহায়তা দেয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ

ঝিনাইদহ সদও, কালীগঞ্জ, কোটচাঁদপুর, শৈলকূপা, হরিণাকুন্ডু ও মহেশপুরে মাঠের পর মাঠ শীতকালীন সবজি। অনুকূল আবহাওয়া আর পরিমিত পরিচর্যায় এ বছর ফলন ভালো হয়েছে।

উৎপাদিত সবজির এক-তৃতীয়াংশেই পূরণ হচ্ছে স্থানীয় চাহিদা। বাকীটা সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

তবে শীতকালীন এসব সবজি বিক্রি হচ্ছে পানির দরে। প্রতিকেজি কাঁচামরিচ ৫ থেকে ৬ টাকায়, ফুলকপি ৬ টাকা, বাঁধাকপি ৭টাকা আর মূলা কেজি ৫টাকা। উৎপাদন খরচও তুলতে না পারায় বিপাকে চাষীরা।

সবজির ভালো দাম পেতে বিভিন্ন মার্কেটিং চ্যানেলের সাথে যোগাযোগে, কৃষকদের সহায়তা করছে স্থানীয় কৃষি অফিস।

চলতি বছর ঝিনাইদহে ১১ হাজার ৪’শ ৯৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। শীতকালীন এসব সবজি সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি চাষীদের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি