টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
প্রকাশিত : ১৭:৫৪, ১১ আগস্ট ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারিনি পুলিশ।
পুলিশ জানায়, টঙ্গীর স্টেশন রোড এলাকায় এক ব্যক্তির পকেট থেকে মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক করা হয় সেই যুবককে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে অচেতন হয়ে পড়লে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহের সুরতহাল করেছে পুলিশ। ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি এখনও।
এএইচ
আরও পড়ুন