ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫

টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ৭টি ঝুট গোডাউনের মালামাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ৮ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে লাগা আগুন পৌনে ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। তবে তার আগেই পুড়ে গেছে তুলার গোডাউন ও ৭টি ঝুট গোডাউনের মালামাল। 

ঘটনাস্থলে পানির উৎসাহ না থাকায় এ আগুন নিয়ন্ত্রণে সময়  লেগেছে বলে জানিয়ে ফায়ার সার্ভিস।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। একটি ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে তা মুহূর্তে পার্শ্ববর্তী গোডাউনের ছড়িয়ে পড়ে। 

আগুন লাগার সংবাদ পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যোগ দেয়। পরে আগুন বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ও গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়। 

প্রায় পৌনে ২ ঘন্টা পর এ আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে যায় ৭টি ঝুট ও তুলার গোডাউনের মালামাল। 

ক্ষতিগ্রস্তরা বলছেন, পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বিলম্বিত হয়। 

ফায়ার সার্ভিস বলছে, বিভিন্ন স্থান থেকে পানি এনে এই আগুন নিয়ন্ত্রণ আনা হয়। আগুনে ৭টি ঝুটের গোডাউনের মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাজী নজমুজ্জামান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি