ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

টাঙ্গাইলে ঈদ আনন্দের নতুন মাত্রা এনে দিয়েছে ডিসি লেক

প্রকাশিত : ১৬:০৯, ১৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:১৯, ১৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

টাঙ্গাইল শহরবাসীর মাঝে ঈদ আনন্দের নতুন মাত্রা এনে দিয়েছে একমাত্র বিনোদন কেন্দ্র ডিসি লেক।  শহরের প্রাণকেন্দ্রে পরিত্যক্ত ডিসি লেকটি প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় থাকা লেকটিতে প্রতিদিনই নামছে দর্শনার্থীদের ঢল। কর্মব্যস্ততার ফাঁকে প্রশান্তি ছোঁয়া যেন এই শান্ত-শীতল জল। জেলা প্রশাসনের উদ্যোগে তৈরী হয়েছে বিনোদন কেন্দ্রটি। শহরের প্রাণকেন্দ্রে পরিত্যক্ত লেকের ৩৩ একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে পার্কটি। এখানে শিশুদের জন্যেও রয়েছে নানান আনন্দ আযোজন। বাঁশের নিপুন কারুকাজ দিয়ে তৈরি কারা হয়েছে প্রবেশপথ। রয়েছে ভাসমান মঞ্চ-লেকার্স ভিও। চারদিকে গাছ-গাছালির সমারোহ, বাহারী  ফুলের বাগান। আছে প্যাডেল বোট, সন্ধ্যায় আলোকসজ্জা। সার্বক্ষনিক বাজানো হয় দেশাত্ববোধক গান। এইসব আয়োজন উপভোগ করতে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। শহরে বিনোদনের তেমন কোন জায়গা না থাকায় এই চেষ্টা বলে জানায় জেলা প্রশাসন। দ্রুত পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন চান টাঙ্গাইলবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি