ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

টাঙ্গাইলে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মাসুদ রানা ফরিদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। দু’পক্ষের মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘গোলাগুলিতে’ তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি মাদক মামলার আসামি ও সাবেক ইউপি মেম্বার।  

শুক্রবার ভোরে উপজেলার জলছত্র মাগন্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ফরিদ অরণখোলা ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার ছিল। তার বিরুদ্ধে মধুপুর থানায় ৫টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া বলেন, শুক্রবার ভোরে মধুপুর উপজেলার পাহাড়ী অঞ্চল অরণখোলা ইউনিয়নের জলছত্র মাগন্তিনগর এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে মাদক বেচাকেনা ও টাকার ভাগবাটোয়ারা হয়। এসময় মাদক ব্যবসায়ীদের মধ্যে টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ হয়। এরপর দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদের লাশ উদ্ধার করে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি