ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

টাঙ্গাইলে লাভবান ভ্রাম্যমান মৌচাষী

প্রকাশিত : ১২:৪৫, ২৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৪৫, ২৫ ডিসেম্বর ২০১৬

টাঙ্গাইলের নাগরপুরের সরিষার ক্ষেতে মধু চাষ করে এমৌসুমেই প্রায় ৭ লাখ টাকা লাভের আশা করছেন দুই ভ্রাম্যমান মৌচাষী। অপরদিকে এলাকার সরিষা চাষীদের বাড়তি আয় যেমন আসছে তেমনি সরিষার উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বিস্তৃর্ণ জমিতে মনকাড়া সরিষা ফুলের হলদে রংয়ের খেলা। সেখানে মৌবাক্স বসিয়ে চলছে মধু আহরণ। শীত মৌসুম এলেই ভ্রাম্যমান মৌচাষীরা তাদের মৌবাক্স নিয়ে চলে আসেন টাঙ্গাইলে সরিষা চাষের জন্য বিখ্যাত নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায়। এবছর নাগরপুরে প্রায় বারশ’ মৌবাক্স বসিয়েছে মৌচাষীরা। অপরদিকে স্থানীয় কৃষকরাও এখান থেকে লাভবান হচ্ছেন। পরাগায়নের কারণে তাদের জমিতে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। জমির পাশে মৌবাক্স স্থাপন করলে সেই জমিতে ১০ থেকে ২০ শতাংশ ফলন বৃদ্ধি পায় বলে জানিয়েছে কৃষি বিভাগ। সরিয়া ক্ষেতে মৌচাষের মাধ্যমে খাটি মধুর চাহিদা পুরনের পাশাপাশি ভোজ্য তেলের চাহিদা পুরণ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি