ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ২ আগস্ট ২০২৩ | আপডেট: ১৫:৩৫, ২ আগস্ট ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরপাড় থেকে গ্রেপ্তার হওয়া বুয়েটের ২৪ জনসহ ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুনামগঞ্জের তাহিরপুর আদালতের বিচারক ফারহান সাদিক তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে আদালতে ৩২ আসামির জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের সুনামগঞ্জ আদালত পরিদর্শক মো. বুরহান উদ্দিন বলেন, ‘তাহিরপুর থেকে গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে বয়সে দুই জন শিশু হওয়ায় তাদের জামিনের বিষয়টি হবে শিশু আদালতে।’

আসামিদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বলেন, ‘আসামিরা দেশের মেধাবী শীক্ষার্থী। তারা হাওরে ঘুরতে এসেছিল। পুলিশ শুধুমাত্র সন্দেহ ও অনুমানের ভিত্তিতে এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। তবে গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে দুইজন বয়সে শিশু হওয়ায় তাদের জামিন আবেদন শিশু আদালতে শুনানি হবার কথা রয়েছে।’

প্রসঙ্গত, গত ৩০ জুলাই রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরপাড়ের শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাটলাই নদীর পাড় অভিযান চালিয়ে পর্যটকবাহী নৌকা থেকে ৩৪ জনকে আটক করে পুলিশ।

পরদিন পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিরাপত্তা বিঘ্নিত করা, জানমালের ক্ষতি সাধন, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড সহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার অভিযোগ পাওয়া গেছে। তারা বুয়েট শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বায়তুলমাল বিষয়ক সম্পাদক আফিফ আনোয়ারের নেতৃত্বে হাওরে একত্রিত হয়েছিল।

এই ঘটনায় ৩১ জুলাই সোমবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ছাত্র শিবিরের বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত স্কিন শর্টের কপি, ছাত্র শিবিরের কল্যাণ তহবিল সংক্রান্ত প্রচারপত্র, সদস্য, সাথিদের পাঠযোগ্য কোরান ও হাদিসের সিলেবাস, কর্মী ঘোষণা অনুষ্ঠান সংক্রান্ত স্কিন শর্টের কাগজপত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাহিরপুর থানার এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে আটককৃত ৩৪ জন (বুয়েটে অধ্যয়নরত ২৪ জন, সাবেক বুয়েট শিক্ষার্থী ৭ জন এবং অন্যান্য ৩ জন) ব্যক্তির বিরুদ্ধে তাহিরপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন এবং ওই দিন বিকেলে সবাইকে আদালতে সোপর্দ করেন। আদালত সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি