ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

বিস্ফোরণে মৃত্যু জবি শিক্ষার্থীর পরিবারকে ১২ কোটি টাকা দিতে রুল

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:০৮, ২ আগস্ট ২০২৩

পুরান ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একইসঙ্গে পুরান ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে ঢাকা জেলা প্রশাসন ও ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

আইনজীবী মনিরুজ্জামান লিংকন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সপ্তাহে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন নিহত মেহেদী হাসানের বাবা আব্দুল লতিফ।

গত ৬ মে পুরান ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেহেদী হাসান উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত ১ মে সকালে রাজধানী পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা বাজারের রাস্তায় ওয়াসার পানির লাইন মেরামতের সময় পাশাপাশি থাকা গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। এতে মেহেদী হাসান দগ্ধ হন। বিস্ফোরণের সময় তিনি ধূপখোলায় বাজার করতে গিয়েছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি