ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

টানা কয়েকদিনের বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধ্বসের আশংকা

প্রকাশিত : ১১:০৬, ১৪ জুন ২০১৬ | আপডেট: ১১:০৬, ১৪ জুন ২০১৬

Ekushey Television Ltd.

টানা কয়েকদিনের বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধ্বসের আশংকা দেখা দিয়েছে। জেলা সদরে পাহাড়ের পাদদেশে বসবাসকারী কয়েক হাজার পরিবার পাহাড় ধ্বসের ঝুঁকিতে আছে। শুকনো মৌসুমে অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বসত বাড়ি নির্মাণ করায় প্রায় প্রতিবছরই ঘটছে পাহাড় ধ্বসের আর প্রানহানির মত ঘটনা। টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বান্দরবানের পাহাড়ী অঞ্চল। বৃষ্টির কারনে মাটি নরম হয়ে যাওয়ায় জেলা সদরের বনরূপা পাড়া, কালাঘাটা, হাফেজঘোনা, ইসলামপুর, লাঙ্গিপাড়া এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধ্বসের আশংকা। প্রশাসন ঝুঁকিপূর্ণ জায়গা ছেড়ে যাওয়ার আহ্বান জানালেও নিরাপদ জায়গার ব্যবস্থা না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই পাহাড়ের পাদদেশে বাস করছে অনেকে। এদিকে, পূর্ণবাসনের ব্যবস্থা করে, পাহাড়ে বসবাসকারীদের সরানো হবে বলে জানান বান্দরবান জেলা প্রশাসক। গত বছর বান্দরবান সদরের বনরূপা পাড়ায় ২জন, নিউ গুলশানে ১জন এবং লামায় একই পরিবারের ৪জন পাহাড় ধসে নিহত হন। এছাড়া ২০১২ সালে লামার ফাইতং-এ পাহাড় ধ্বসে এক সাথে মারা যায় ২৭জন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি