ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

টানা ৫ম বার সেরা করদাতার সম্মাননা পেলেন মহিউদ্দিন মোনেম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ১৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এবং সার্ভিস ইঞ্জিন লিমিটেড এর চেয়ারম্যান এ. এস. এম. মহিউদ্দিন মোনেম পরপর পাঁচ অর্থ বছরে (২০১৩-২০১৪, ২০১৪-২০১৫, ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮) বাংলাদেশ সরকার কর্তৃক প্রদানকৃত সেরা করদাতার পুরষ্কার লাভ করেন। সরকারের এই ধরনের পদক্ষেপকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে এই ধরনের পদক্ষেপ আয়কর প্রদানকে আরও উৎসাহিত করবে বলে তিনি মনে করেন ।

মহিউদ্দিন মোনেম বলেন, অন্যান্যদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আয়করের হার কমানো হলে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা তিন থেকে চার গুন বৃদ্ধি পাবে।জাতীয় রাজস্ব বোর্ড হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত অর্থ বছরে বিশ লাখের কাছাকাছি করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছে। আয়কর মেলা ও অন্যান্য কর সেবামূলক কার্যক্রমের পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়করের হার কমলেও জনগণ অধিক হারে আয়কর রিটার্ন দাখিলের জন্যে উৎসাহিত হবে এবং তার সঙ্গে সঙ্গে সরকারের মোট রাজস্ব আয় আরও বৃদ্ধি পাবে বলে তিনি বিশ্বাস করেন। জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তিনি আরও বলনে, “আয়করের সংস্কৃতি- বাংলাদেশের উন্নতি” এবং পর্যায়ক্রমে এই সংস্কৃতি দেশের সব দায়িত্ববান নাগরিকের মাঝে ছড়িয়ে পরবে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি