ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

টিএসসির দাবিতে চবিতে ছাত্রলীগের মানববন্ধন

প্রকাশিত : ১৫:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আদলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

সোমবার দুপুর দেড়টায় চবির শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করে ছাত্রলীগ।

বিলুপ্ত কমিটির উপগ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল টিপুর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য সাবরিনা চৌধুরীসহ ছাত্রলীগের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এতো বড় ক্যাম্পাসে টিএসসি থাকবে না এটা হতে পারে না। শিগগির দাবি মেনে টিএসটি গড়ে তুলতেই হবে।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, শুধু ছাত্রলীগ নয়, টিএসসি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও দাবি। ঢাবিতে থাকবে আমাদের কেনও থাকবে না। শিক্ষকদের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে টিএসসি গড়ে তুলতেই হবে। বিশ্ববিদ্যালয়ে স্থান, টাকা কিছুরই অভাব নেই। এটি আমাদের প্রাণের দাবি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি