ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

টেকনাফে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারে টেকনাফে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিম (৩০) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ সেলিম টেকনাফ মোছনী রেজি: ক্যাম্পের আবদুস সালামের ছেলে।

মঙ্গলবার বেলা ১১টারদিকে এ তথ্য নিশ্চত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ভোররাতে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে অজ্ঞাত তিন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিমকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হলে ওই তিন ব্যক্তি পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি জানান, নিহত সেলিম টেকনাফ নয়াপাড়া মোছনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের ডাকাত চাকমাইয়া গ্রুপের স্বক্রিয় সদস্য। সে উনচিপ্রাং তুতারদিয়া নামক সীমান্ত এলাকায় সন্ত্রাসী নবী হোসেন গ্রুপ ও মুন্না গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি কর্তৃক কুতুপালং এমএসএফ হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল হালিম বলেন, “নিহত লোকটি টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে হলেও ঘটনার স্থল উখিয়া বলে জানা গেছে। বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি