ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

টেকনাফে প্রবাসীর বাড়িতে ঢুকে গৃহকর্মীকে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রবাসীর বাড়িতে ঢুকে আসমা বেগম (৩৫) নামে এক গৃহকর্মীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন প্রবাসী আলমের স্ত্রী হাছিনা বেগম (৩৫)। তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কেরুনতলীতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি (তদন্ত) খাইরুজ্জামান বলেন, ঘটনাটি আমাদের উপজেলায় নয়, টেকনাফের হোয়াক্যং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্বে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি