ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

টেকসই উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ১৭ মে ২০১৮ | আপডেট: ১৪:০৪, ১৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায়  সব ধরনের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক। ব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি কিমিআও ফান এ আশ্বাস দিয়েছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সম্মেলনে তিনি এ আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা। দরকার আরও বেশি বিনিয়োগ।  তবে এসব ক্ষেত্রে বাংলাদেশকে যথাযথ সহযোগিতা করবে বিশ্বব্যাংক।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ ব্যাপারেও বিশ্বব্যাংক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।
`বাংলাদেশ লংটার্ম ফাইন্যান্স কনফারেন্স-২০১৮` শীর্ষক সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশিররফ হোসেন ভূইয়া, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান ড.এম খাইরুন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি