ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

‘ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেছেন, ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান অনেক নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক। তাদের টপ লিডারদের অনেকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

বাংলাদেশের হিন্দুদের নিয়ে ট্রাম্পের টুইট প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন। আগে তাকে মিস ইনফর্ম করা হয়েছে। আমরা মনে করি, ট্রাম্প এখন সঠিক পিকচার দেখবেন। মাইনরিটি নিয়ে মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন আছে।

 এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি