ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ট্রাম্পের প্রস্তাবে সাবেক স্ত্রীর না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৭:২১, ৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বহুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইভানার বিয়ে বিচ্ছেদ হয়েছে। কিন্তু বিচ্ছেদ হলেও এখনও  প্রতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্টের কথা হয় প্রথম স্ত্রী তার তিন সন্তানের মা ইভানা ট্রাম্পের সঙ্গে।

এমনকি সম্প্রতি ইভানাকে তার নিজ দেশ চেক রিপাবলিকের রাষ্ট্রদূত হওয়ারও প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেনি তিনি। সম্প্রতি ইভানা ওয়াশিংটন পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন।

কেন কূটনৈতিক পদের প্রস্তাব ফিরিয়ে দিলেন এমন প্রশ্নের জবাবে ইভানা ওই গণমাধ্যমটির কাছে বলেন, আমি এখন অনেক ভালো আছি, পরিপূর্ণ একটা জীবন রয়েছে। আমি এত বড় দায়িত্বের মধ্যে কেন যাব।

৬৮ বছর বয়সী ইভানা একাধারে একজন লেখক, ব্যবসায়ী ও সাবেক মডেল। এখনও তিনি ফ্যাশন বিষয়ে বিভিন্ন শোর আয়োজন করেন।

বর্তমানে তিনি ‘রেইজিং ট্রাম্প’ নামে একটি আত্মজীবনী লিখছেন। বিয়ে বিচ্ছেদের আগে কীভাবে তিনি ট্রাম্পের তিন ছেলেমেয়ে- ডোনাল্ড জুনিয়র, এরিক ট্রাম্প ও ইভাঙ্কা ট্রাম্পকে লালন-পালন করেছেন, সেসব বিষয় স্থান পাবে বইটিতে।

 

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি