ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
ট্রাম্পের শুল্ক জালে মোদি, ভারতের অর্ডার ঢুকছে ঢাকায়
প্রকাশিত : ২১:১৭, ১০ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্কের প্রভাবে ভারতের তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটে পড়েছে। মার্কিন বাজারের বড় ব্র্যান্ডগুলো অর্ডার স্থগিত বা সরিয়ে নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশে, যেখানে শুল্কহার অনেক কম।
ভারতের নিটওয়্যার উৎপাদনের কেন্দ্র তামিলনাড়ুর তিরুপ্পুরে ইতোমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে। স্থানীয় রপ্তানিকারকদের মতে, যুক্তরাষ্ট্রে পাঠানো বহু নিয়মিত চালান এখন পাকিস্তান বা অন্যান্য দেশে চলে যাচ্ছে। অনেক ক্রেতা গ্রীষ্মকালীন অর্ডারও স্থগিত করছেন।
দেশটির বিশ্লেষকদের মতে, শুল্ক ও জরিমানা মিলিয়ে কিছু নিটওয়্যার পণ্যে যুক্তরাষ্ট্রে কার্যকর শুল্কহার ৬৪ শতাংশে পৌঁছেছে, যা ভারতীয় পণ্যের দাম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ৩৫ শতাংশ বেশি করছে। ফলে মার্কিন অর্ডার ৪০-৫০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতি ভারতের শ্রমবাজারেও প্রভাব ফেলতে পারে। তিরুপ্পুর, কোয়েম্বাটুর ও কারু মিলিয়ে সাড়ে ১২ লাখেরও বেশি শ্রমিক কাজ করেন টেক্সটাইল খাতে। রপ্তানি ১০-২০ শতাংশ কমে গেলে কয়েক লাখ মানুষের চাকরি ঝুঁকিতে পড়বে।
তিরুপ্পুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম সুব্রাহ্মনিয়ান বলেন, ‘আমাদের মুনাফা মাত্র ৫-৭ শতাংশ। এত বড় শুল্কভার ভাগাভাগি করা সম্ভব নয়।’
তিনি তুলা আমদানির ওপর ১১ শতাংশ শুল্ক ও কৃত্রিম তন্তুর জিএসটি কমানোর দাবি জানিয়েছেন।
এদিকে বাংলাদেশে শুল্কহার ৩৫-৩৬ শতাংশ, পাকিস্তানে ১৯ শতাংশ, ভিয়েতনামে ২০-২১ শতাংশ—যা ভারতের তুলনায় অনেক কম। ফলে সস্তা বিকল্পের দিকে মার্কিন ক্রেতারা ঝুঁকছেন।
শিল্প সংশ্লিষ্টরা সতর্ক করছেন, জরুরি পদক্ষেপ না নিলে ভারত স্থায়ীভাবে মার্কিন বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এসএস//
আরও পড়ুন