ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ট্রেন চলাচল বন্ধে শিগগিরই সিদ্ধান্ত: রেল মন্ত্রণালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ১৫ জুলাই ২০২০

করোনা পরিস্থিতির মধ্যে এবারের পবিত্র ঈদুল আজহায় ট্রেন চলাচল বন্ধের বিষয়ে সরকা‌রের সিদ্ধান্ত অনুযায়ী রেলপথ মন্ত্রণালয় ও রেলও‌য়ে শিগগিরই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। আজ বুধবার রেল মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় ট্রেন চলাচল বন্ধের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। সময় মতো সে সিদ্ধান্ত দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে আজ বুধবার সকালে করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহায় মোট ৯ দিন বাসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করে সরকার। 

এই ৯ দিন (আগের ৫ দিন, ঈদের দিন ও পরের ৩ দিন) গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে। সরকারের অন্য এক আদেশে এবার ঈদে মাত্র তিনদিন ছুটির বিষয় বলা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের স্ব স্ব কর্মস্থল ত্যাগ না করার কথা বলা হয়েছে।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

আরকে//  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি