ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

ট্রেনের ছাদে না ওঠার আহ্বান আইজিপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ৭ এপ্রিল ২০২৪

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, অনেকে ট্রেনের ছাদসহ বিভিন্নভাবে ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা করেন। তাই সবার কাছে নিবেদন থাকবে, কেউ যেন ঝুঁকিপূর্ণভাবে ঈদযাত্রা না করেন। 

রোববার (৭ এপ্রিল) বিকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‌‘আমরা যাত্রীদের বলতে চাই, আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো বাহনের যাত্রী হবেন না। আমরা কেউ দুর্ঘটনাকবলিত হয়ে আত্মীয়-স্বজনদের কাছে যেতে চাই না।’

আগামীকাল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ঢাকা থেকে বাইরে যাওয়ার যাত্রীদের একটা চাপ থাকবে জানিয়ে তিনি বলেন, জনগণের ঈদযাত্রা যেন স্বস্তিদায়ক হয়, সেজন্য পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে। ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের সব সদস্য প্রস্তুত রয়েছে। 

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি