ঠাকুরগাঁওয়ে একুশে টেলিভিশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত : ২৩:৫৪, ১৫ এপ্রিল ২০২২

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে একুশে টেলিভিশনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে একুশে টিভির স্থানীয় দর্শক ফোরাম।
বৃহস্পতিবার সদর উপজেলার আরাজি ঝাড়গাঁও ভেলাজানে একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুর্নবাসন কেন্দ্র থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন ও এতিম শিশুদের নিয়ে র্যালী, আলোচনা সভা, হামদ-নাত পরিবেশন ও দোয়া অনুষ্ঠান করা হয়।
আলোচনা সভায় প্রতিষ্ঠানের পরিচালক আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কলিম উদ্দিন।
এসময় একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম জসিম সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একুশে টেলিভিশনের উন্নয়ন সমৃদ্ধি কামনা করে স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা শেষে কেন্দ্রের শিক্ষার্থীরা হামদ-নাত পরিবেশন করে এবং একুশে টেলিভিশনসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে তাদের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রের প্রধান শিক্ষক শাহ্জাহান আলী, শিক্ষক মৌলানা হাফেজ মো. সোহাগ রানা, মৌলানা হাফেজ মো. মুত্তালিব, বিলকিস বেগম, আঞ্জুমান আরা আঞ্জুসহ ছাত্র-ছাত্রী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কেআই//
আরও পড়ুন