ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

ঠাকুরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আফতাফুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ভাতারমাড়ী ফার্ম এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

নিহত আফতাফুল ইসলাম জেলার বালিয়াডাঙ্গী থানার বড় পলাশবাড়ি ইউনিয়নের পাড়ুয়া গ্রামের ভেলসা মোহাম্মদের ছেলে বলে জানা গেছে। আফতাফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে আফতাবুল ইসলামকে তার বাড়ি থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগীদের ধরতে অভিযানে যায় পুলিশ। ভাতারমাড়ী ফার্ম সংলগ্ন বনবাড়ি এলাকায় গেলে একদল দুর্বৃত্ত পুলিশের ওপর গুলি ছোঁড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে আফতাবুল ঘটনাস্থলেই নিহত হন।

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি