ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

ডলার চুরির ঘটনা তদন্তে ফের শুনানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান

প্রকাশিত : ১৯:৩২, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৩২, ৩১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা তদন্তে ফের শুনানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ফিলিপাইনের গণমাধ্যম ফিলস্টারকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ এ আহবান জানান। নবনির্বাচিত সিনেট প্রেসিডেন্ট আকুইলিনো কোকো পিমেন্তালের নেতৃত্বে আবারও শুনানি শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রদূত জন গোমেজ আরো জানান, ইতিমধ্যে উদ্ধার হওয়া দেড় কোটি ডলার ফিরে পেতে আর মাত্র এক ধাপ দূরে আছে বাংলাদেশ। অর্থ দাবি করে বাংলাদেশ কাগজপত্র জমা দিলে আগামী ১৫ই আগস্টের মধ্যে দেড় কোটি ডলার ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হয়ে যাবে। এই দেড় কোটি মার্কিন ডলার পাওয়া যায় ক্যাসিনো ব্যবসায়ী কিম অংয়ের কাছ থেকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি