ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ডাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বুধবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ৩০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য হল ভিত্তিক প্রথম খসড়া ভোটার তালিকা আগামী কাল বুধবার প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে উল্লেখ্য করা হয়েছে, কাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের কার্যালয়–সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই খসড়া তালিকা প্রকাশ করবেন।

ওয়েবসাইট ভিজিট করে এই ভোটার তালিকা দেখা যাবে। এই খসড়া তালিকায় যেকোনো ধরনের সংশোধনীর জন্য(সংযোজন, বিয়োজন বা পরিমার্জন) আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের কার্যালয়ে লিখিতভাবে জানাতে হবে। তালিকার হার্ড কপি হল কার্যালয়গুলোতে সংরক্ষিত থাকবে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি