ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

‘ডাকসুর নেতৃত্ব দেবে ছাত্রলীগ’

প্রকাশিত : ১৬:১৫, ২৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:২৭, ২৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ১১ মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হবে। আমি বিশ্বাস করি, আবারও ৬৭/৬৮-এর মতো ছাত্রলীগ বিজয়ী হয়ে ডাকসুর নেতৃত্ব দেবে ছাত্রলীগ।

আজ শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে তিনি এ আশা প্রকাশ করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তার হাত ধরে ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়। মূলত ছাত্রলীগ প্রতিষ্ঠার মধ্যে দিয়েই বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ বপন করেছেন।

ছাত্রলীগ ভাষা আন্দোললে নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘ছাত্রলীগ ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে ঐতিহাসিক ভুমিকা পালন করেছে, আইয়ুববিরোধী আন্দোলন করেছে। এ ছাত্রলীগ ৬২ শিক্ষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে।

তিনি বলেন, এ ছাত্রলীগ স্লোগান দিতো জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ বিভিন্ন সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি