ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

ডাকাত সন্দেহে তিন যুবককে গণপিটুনি, অস্ত্র-গুলি উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরতোরাব আলী গ্রামে ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়।

শুক্রবার ভোর ৪টার দিকে চরতোরাব আলী গ্রামের হানিফ মাঝির বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। 
আটককৃতরা হলেন সাইফুল ইসলাম, রুবেল ও মমিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ভোর রাতে হানিফ মাঝির বাড়ি এলাকায় ৮-১০ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। 

এসময় তাদের সাথে থাকা একটি ব্যাগ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়। সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা একটি সক্রিয় ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি