ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

ডিএমপিকে দুটি গাড়ি প্রদান করলো রিহ্যাব

প্রকাশিত : ১৮:১৪, ২৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:২৯, ২৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা মেট্রো পলিটন পুলিশকে (ডিএমপি) দুইটি গাড়ি প্রদান করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রো পলিটন পুলিশ কার্যালয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে গাড়ি দুটি হস্তান্তর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলগমীর শামসুল আলামিন (কাজল), রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া এবং ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গাড়ি দুটি গ্রহণ করে রিহ্যাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডিএমপি কমিশনার বলেন, আগে পুলিশ তার কাজে গাড়ি রিকইুজিশন করলেও বিগত চার বছরে এই কাজ করা হয় না। পুলিশ নাগরিক এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ। পুলিশের কাজের জন্য সম্পদের সীমাবদ্ধতা থাকলেও দক্ষতার সঙ্গে এই বাহিনী সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছে। দেশের নাগরিকদের আবাসনের ব্যবস্থা করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখায় তিনি রিহ্যাব সদস্যদের ধন্যবাদ জানান। যে সব ডেভেলপার রিহ্যাব সদস্য নয় তাদের সদস্য করার বিষয়ে রিহ্যাবকে সর্বাত্বক সহযোগিতা করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে রিহ্যাব মেম্বারদের কাছে কেউ চাঁদাদাবি করলে তাকে আইনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন পুলিশের কাজের ভূয়সী প্রসংশা করেন। জঙ্গিদমনসহ দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বিভিন্ন সেক্টরে অনিয়ম দূর ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য পুলিশকে ধন্যবাদ জানান।

রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া বলেন, জঙ্গি দমনে বাংলাদেশের পুলিশ দেশব্যাপী প্রশংসিত হয়েছে। তাদের এই বিষয়ে চলমান প্রক্রিয়া ধরে রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ বলেন, বর্তমান ডিএমপি কমিশনার দায়িত্ব নেওয়ার পর আগের তুলনায় অপরাধ, বিশেষ করে ছিনতাই অনেক কমে এসেছে। নগরবাসী আগের তুলনায় অনেক নিরাপত্তায় রয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি