ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ডিএসইর অংশীদার হচ্ছে চীনের দুই স্টক এক্সচেঞ্জ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ৩ মে ২০১৮ | আপডেট: ২০:৫৪, ৩ মে ২০১৮

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হচ্ছে চীনের সেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে গঠিত জোট। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৃহস্পতিবার এ প্রস্তাব অনুমোদন করেছে।

এর আগে গত সোমবার সেনজেন ও সাংহাই এক্সচেঞ্জের কাছে শেয়ার বিক্রিতে সর্বসম্মতিভাবে অনুমোদন দেয় ডিএসইর বর্তমান শেয়ারধারীরা। আজ নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন মেলে।

এর আগে ডিএসইর মালিকানার অংশীদার হতে চীনের এই দুই এক্সচেঞ্জের পাশাপাশি ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে গঠিত একটি জোটও আগ্রহ দেখায়। তবে দর প্রস্তাবে এগিয়ে ছিল চীনের দুই এক্সেচেঞ্জের জোটটি।

ডিএসই জানিয়েছে, চীনের জোটটি ঢাকা স্টক এক্সচেঞ্জের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ২১ টাকা দামে কিনবে। তবে এ জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে বিএসইসি।

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি