ঢাকা, সোমবার   ২৪ নভেম্বর ২০২৫

ডেকে নিয়ে ‘চোর’ বলে পিটিয়ে হত্যার অভিযোগ আওয়ামী পরিবারের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫১, ২৪ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে পারভেজ (৩৬) নামের এক রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা নেছার উদ্দিন, তার ছেলে মাহিম ও স্ত্রী হাজেরার বিরুদ্ধে এই হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার ভোর সকালে নাসিক ২৬নং ওয়ার্ডের সোনাচড়া এলাকায় বাড়িতে ডেকে নিয়ে বিল্ডিংয়ের পিলারের সঙ্গে বেঁধে পারভেজকে নির্যাতন করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

মৃত পারভেজের স্ত্রী অভিযোগ করে বলেন, নেছার উদ্দিন ও তার পরিবারের লোকজন চোর অপবাদ দিয়ে তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।

বন্দর থানার ওসি মো. লিয়াকত আলী জানান, চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনার সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্টদের নাম-পরিচয় পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্তে দোষীদের আইনের আওতায় আনা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি